শনিবার, রাজ্যে বসছে মহা – লোক আদালত। রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোকআদালত বসবে। মোট ৬৬ টি বেঞ্চে ১৯,৪০৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এই মহা – লোকআদালতে বিচারাধীন মোটর যান দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা , ট্রাফিক চালান সংক্রান্ত মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রাক-মামলা বিরোধের বিষয়সমূহ, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধ, চেক বাউন্স-এর মামলা এবং অন্যান্য বিভিন্ন ধরনের দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এই মহা – লোকআদালতে নুন্যতম জরিমানার ৫০ শতাংশ অর্থ জমা দিয়ে ট্রাফিক মামলা নিষ্পত্তির বিশেষ সুযোগ গ্রহন করা যাবে। মহা-লোকআদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২২৬ টি মামলা, এম এ সি টি মামলা ২৬৮ টি, ট্রাফিক চালান সংক্রান্ত ১০,৮১৮ টি মামলা, জমির বিরোধ সংক্রান্ত ৮৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১৬১৩ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৭৫৭ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৪২ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৪৪০ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। শনিবার সকাল ১০ টা শুরু হয় লোক আদালতের কাজ। আদালত চত্বরে করোনা অতিমারির জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশিকাগুলি মানা হবে। আদালতের ভেতর এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। লোক আদালতে অংশ নিতে আসা সবার জন্যেই মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্যী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন