ডুকলি নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশন এর ইনচার্জ এর বিরুদ্ধে পূর্ব থানায় মামলা করেন আগরতলার রোড নাম্বার১১ ধলেশ্বরের বাসিন্দা ।নেশামুক্তি কেন্দ্রে নাতিকে দিয়েছিলেন সুস্থ শরীরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তার বিনিময়ে প্রত্যেক মাসে নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশনের ইনচার্জ রা টাকা নিয়ে নিতেন। নেশামুক্তি কেন্দ্রে যে সমস্ত ছেলেদেরকে চিকিৎসা করানো হতো তাদেরকে শারীরিকভাবে প্রচণ্ড মারধোর করা হতো। এই সব ঘটনা নিয়ে বিগত কয়েকদিন যাবত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়ে আসছিল তারপরও ধলেশ্বরের বাসিন্দা শনিবার পূর্ব থানায় নেশা মুক্তি কেন্দ্র দুইজন ইনচার্জ এর বিরুদ্ধে মামলা করেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা জানান বাইট নেশা মুক্তি কেন্দ্র ছেলেদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে ইনচার্জ রা নিজের এই নেশা সেবন করে চিকিৎসারত ছেলেদের ওপর শারীরিক নির্যাতন করে যার কারনে ছেলেদের অভিভাবকরা ওই নাশা মুক্তি কেন্দ্র থেকে তাদের সন্তানকে বাড়িতে নিয়ে চলে আসছেন তারা চাইছে ওই নেশা মুক্তি কেন্দ্রের ইনচার্জ দের যেন পুলিশ সঠিক তদন্ত করে সাজার ব্যবস্থা করেন।