২০২৩ বিধানসভা নির্বাচন আর বেশিদিন নেই। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। জনসম্পর্ক থেকে শুরু করে নানা ধরনের প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। বলে চলে এদিক থেকে কিছুটা এগিয়ে শাসক দল বিজেপি আইপিএফটি জোট। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে দেওয়াল লিখন। রবিবার আগরতলা পুর নিগমের 18 নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্তের হাত ধরে 18 নং ওয়ার্ডে শুরু হল দেওয়াল লিখন কর্মসূচি। এদিন সংবাদমাধ্যমের সামনে কর্পোরেটর অভিষেক দত্ত বলেন ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে চলছে নানা ধরনের উন্নয়নমূলক কর্মযজ্ঞ। তাছাড়া করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে এসে যেভাবে রাজ্যের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ৭ রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত সেই প্রসঙ্গ তুলে ধরেন এবং নির্বাচন আজ হোক কিংবা ২০২৩ সালে জয় ভারতীয় জনতা পার্টির হচ্ছে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন তিনি।



