রাজ্যে মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্প চলতি মাসেই চালু হচ্ছে। এই প্রকল্পে প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় মোট ১৩টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে। আগামী ১৫ ডিসেম্বেরের মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্স এবং দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বেরের শেষ দিকে বাকি আরও ৮টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্স রাজ্যে এসে পৌছাবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, প্রাণী সুরক্ষা এবং প্রাণী রোগ সংক্রমনের সমস্যা সমাধানের জন্য রাজ্যে এই মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্পটি চালু করা হচ্ছে। মোবাইল ভেটেরিনারি ইউনিট প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমস্ত ধরণের আধুনিক প্রাণী চিকিৎসা ব্যবস্থা প্রাণী পালকদের কাছে পৌছে দেওয়া। ভেটেরিনারি অ্যাম্বুলেন্সে একজন প্রাণী চিকিৎসক, একজন প্রাণী চিকিৎসা সহায়ক, একজন চালক থাকবেন। পাশাপাশি এই ভেটেরিনারি অ্যাম্বুলেন্সে ল্যাব টেস্টের সুবিধাও থাকবে বলে প্রধান সচিব জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে প্রধান সচিব জানান, নর্থ ইষ্টার্ণ কাউন্সিলের আর্থিক সহায়তায় রাজ্যে রূপায়িত প্রকল্পে ধলাই জেলার সালেমা ব্লকের অধীনে ১০০ জন নির্বাচিত সুবিধাভোগীকে উন্নতমানের শূকর ছানা এবং শূকরের খাদ্য সরবরাহ করা হচ্ছে। এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীকে একদিনের প্রশিক্ষণ সহ ব্যবস্থাপনাগত খরচ ও ৩টি করে শূকর ছানা (২টি স্ত্রী এবং ১টি পুরুষ) এবং ৩০৬ কেজি শূকরের খাদ্য ও ঔষধপত্র দেওয়া হবে। এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য ৩৩ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। এই প্রকল্পে ধলাই জেলার নালিছড়ায় একটি কসাইখানাও স্থাপন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব আরও জানান, টিপিএসসি-এর মাধ্যমে ৬৭টি ভেটেরিনারি অফিসার পদে নিয়োগ করা হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পে শুরু থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত রাজ্যে ৮২,৬৭৮টি গাভি/দামড়িকে কৃত্রিম প্রজননের জন্য ১,৪৬,২৫৪ টি ডোজ হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীর্য ব্যবহৃত হয়েছে। এই প্রকল্পে শুরু থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ৬৩২ টি স্ত্রী বাছুর জন্ম নিয়েছে। প্রধান সচিব জানান, ভেটেরিনারি কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি রাজ্য সফরে এসে রাজ্যে রূপায়িত বিভিন্ন কর্মসূচিসমূহ প্রত্যক্ষ করে তার ভূয়সী প্রশংসার করেন। সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে যুগ্ম অধিকর্তা ডা. অমিতাভ দাসগুপ্ত এবং উপ অধিকর্তা ডা. মৃণাল দত্ত উপস্থিত ছিলেন।



