উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া থানার অন্তর্গত লালটিলা এলাকায় এক উপজাতি যুবক একটি খালি গ্যাসের সিলিন্ডার স্বল্প মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে আসে। ওই যুবকের কাছ থেকে এলাকার এক ব্যাক্তি সিলিন্ডার ক্রয় করে ৫০০ টাকার বিনিময়ে। তখন এলাকার অন্যান্য বাসিন্দাদের বিষয়টি সন্দেহ হয়। তখন ওই যুবককে এলাকাবাসীরা জিজ্ঞেস করতেই তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। এলাকাবাসী দের অভিযোগ ওই যুবক গ্যাসের সিলিন্ডারটি কোথাও থেকে চুরি করে এনেছে। এই সন্দেহের জেরে পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, ওই যুবকের নাম খাকচাং জমাতিয়া,তার বাড়ি একই থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকায়। এলাকাবাসীরা অভিযোগ করে জানায়,,, ওই এলাকাতে দীর্ঘদিন ধরেই প্রতিনিয়ত একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটেই চলছে।।



