মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিলোনীয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বয়স্কদের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। তিনি হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিষেবার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। পরে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং এই হাসপাতালের চিকিৎসকগণ খুব ভাল কাজ করছেন এবং এই হাসপাতালের সার্বিক পরিবেশ প্রত্যাশার চেয়েও ভাল। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রকে অগ্রগতিকারের ভিত্তিতে বিবেচনা করছে। মহকুমা হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, হাসপাতালের অন্য কোন সমস্যা থাকলেও তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগে জেলা হাসপাতালগুলির পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের পর মহকুমা হাসপাতালগুলির পরিকাঠামো ও পরিষেবা উন্নত করা হবে। তবে কোন মহকুমা হাসপাতালে যদি জেলা হাসপাতালের তুলনায় বেশী সংখ্যক রোগী আসে তাহলে সেক্ষেত্রে বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা তা দেখা হবে। যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যত খুব উজ্জ্বল। হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ, পুলিশ সুপার অজিত প্রতাপ শিং, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত দাস, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলই ও অন্যান্য আধিকারিকবৃন্দ এবং পুর পরিষদের কাউন্সিলারগণ।



