Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যনেশা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা নামে পুলিশি বর্বরতার তদন্তের রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

নেশা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা নামে পুলিশি বর্বরতার তদন্তের রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

বুধবার ঘর ঘর বিজেপি কর্মসূচির অঙ্গ হিসেবে বড়দোয়ালী কেন্দ্রের ২০ নম্বর ও 31 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী। বিজেপির ভোট প্রচারে দেওয়াল লিখনের শুরু করেন মুখ্যমন্ত্রী নিজের হাতে। এদিন গত কাল রাতে নেশা বিরোধী অভিযানে পুলিশের বাড়াবাড়ি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, শহরের নৈশকালীন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নেশা কারবারি ও দুর্বৃত্তদের প্রতিরোধ করার জন্য গত কিছুদিন ধরে সদরের এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান সংঘটিত করে চলেছে। অভিযান কালে সম্পূর্ণ অবৈধভাবে দোকানপাট ভাঙচুর এবং সাধারণ নাগরিকদের লাঠিচার্জ করছে পুলিশ। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি বলে জানিয়েছেন। তাছাড়া কি কারনে এমনটা হলো তা জানা না গেলেও, ঘটনার সম্পূর্ণ রিপোর্ট তলব করবেন মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন। কেননা নেশা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলার নাম করে পুলিশের এধরনের অভিযানকে ঘিরে সচেতন মহলে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, পুলিশের এধরনের কাজকর্মের প্রতিবাদে মঙ্গলবার গভীর রাতে ক্ষুদ্ধ জনতা আগরতলা পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য