রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনীর যৌথ উদ্যোগে গাঁজা বিরোধী অভিযানে নামে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি এলাকায়। এদিন তেলিয়ামুড়া থানার এস.আই রনব্রত ঘোষ এবং এস.আই সুকান্ত দেবের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযান চালায় তুইসিন্দ্রাই বাড়ি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে তুইসিন্দ্রাই থেকে রাঙ্খল পাড়া যাওয়ার মূল রাস্তার পাশে খোয়াই নদীর পাড়ে একটি ফ্লোটে প্রায় এক শতাধিক গাঁজা গাছ কাটতে সক্ষম হয়। পরে ওই গাঁজা গাছগুলি সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে নষ্ট দেওয়া হয়। জানা গেছে, যদিও গাঁজা চাষীকে আটক করতে পারেনি পুলিশ। একটি বিশ্বস্ত সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন এলাকায় অতি মুনাফা লাভের আশায় অবাধে গাঁজা চাষ করে আসছে একাংশ স্বার্থান্বেষী চাষীরা। বিগত বছরগুলি মত এ বছরও তেলিয়ামুড়া থানাধীন বিস্তীর্ণ এলাকা জুড়ে দেদার ভাবে গাঁজা চাষ চলছে বলে সূত্র মারফত জানা যায়। কিন্তু ইদানিংকালে তেলিয়ামুড়া থানার পুলিশ নেশা সামগ্রী আটক করতে যেমন ব্যর্থ, তেমনি গাঁজা বিরোধী অভিযানেও তেমন সাফল্য পাচ্ছে না তেলিয়ামুড়া থানার পুলিশ। নাকি সবকিছু জানার সত্বেও থানা বাবুরা না জানার ভান করে রয়েছে কোন এক অজ্ঞাত কারণে! এমনটাই প্রশ্ন সচেতন মহলের।।



