ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্ম দিবসে শ্রদ্ধা নিবেদন করলো শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে মর্মর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির সদস্যরা। এদিন সংবাদমাধ্যমকে ক্ষুদিরাম বসুর স্মৃতি রক্ষা কমিটির এক সদস্য জানান স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের দ্বারা শোষিত ভারতবাসীদের রক্ষার্থে ক্ষুদিরাম বসুর ভূমিকা ছিল অতুলনীয় এবং বর্তমানে দেশে মানুষের অন্য বস্ত্র বাসস্থানের যে বিপন্ন দেখা যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে ক্ষুদিরাম বসুর পথ অনুসরণ করে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান রাখেন।



