রাজধানীতে চলছে নেশার রমরমা কারবার। রাজধানীর আনাচে-কানাচে অবৈধভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন ড্রাগস। এই ড্রাগসের কবলে পড়ে নষ্ট হচ্ছে একাংশ যুবক।এধরনের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে রাজ্য প্রশাসনের। রাজধানীর পূর্ব পশ্চিম থানা এলাকায় প্রতিনিয়ত চলছে নেশা বিরোধী অভিযান। গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় চালিয়ে আসছে অভিযান। শুক্রবার রাতে ফের শহরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এদিন সন্দেহভাজন এক যুবককে আটক করে, ধৃত যুবকের নাম বলরাম রায়, বাড়ি রাজনগর এলাকায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। আটকৃত যুবককে পশ্চিম থানায় নিয়ে আসা হয়, এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষ্যাধীক টাকা। শনিবার তাকে পেশ করা হয় আদালতে।



