Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ১৮ মুড়া পাহাড়ের জাতীয় সড়কে তিনটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষে...

১৮ মুড়া পাহাড়ের জাতীয় সড়কে তিনটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত চারজন। ঘটনা, আসাম-আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় শুক্রবার

জানা গেছে, আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে TR-05 B 0287 নম্বরে অল্টো গাড়ি আমবাসার দিক থেকে আগরতলার দিকে আসার পথে অপর দিক থেকে আশা দ্রুতগতি সম্পন্ন TR06 B 1596 নম্বরের একটি বোলোরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকায় এবং TR-05 B 0287 নম্বরের অল্টো গাড়ি গাড়িটির পেছনে দ্রুত গতিতে আসছিল TR06 0653 নম্বরের অল্টো গাড়ি।অল্টো এবং বোলোরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে TR06 0653 নম্বরের অল্টো গাড়িটি TR-05 B 0287 অল্টো গাড়িকে সজোরে পেছনে ধাক্কা দেয়। এই ত্রিমুখী যান সংঘর্ষে গুরুতর আহত হয় দুই গাড়িতে থাকা মোট চারজন। এলাকাবাসীরা দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি করে ৪১ মাইল এলাকায় দুর্ঘটনা স্থলে পৌঁছায় এবং সেখান থেকে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। এদিকে আহতরা হল প্রমোদ সূত্রধর, প্রদীপ সূত্রধর দুজনের বাড়ি চৈল্যাংটা এলাকায় এবং সুভাষ দেবনাথ বাড়ি অমরপুর এবং জন্টু পাল বাড়ি কুমারঘাট। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মকুমার হাসপাতালে। এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ তিনটি গাড়িকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য