বুধবার চড়িলামে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা ও সহিদ মিঞাকে নৃশংস খুন সহ পার্টিনেতা ভানুলাল সাহা সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যব্যাপী কর্মসূচীর অংগ হিসেবে খোয়াইয়েও সি পি আই এম এর ডাকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় ।এদিন সন্ধ্যায় খোয়াই সুভাষ পার্ক পার্টির অঞ্চল কার্য্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জি এ বি রোড , টি কে ডি কে রোড, বিবেকানন্দ সরণী , কালীবাড়ি রোড হয়ে মিছিলটি নৃপেন চক্রবর্তী অ্যাভেনিওতে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি সভা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বি জে পি দুর্বৃত্তদের সমস্ত রকমের কাপুরুষোচিত হামলা আক্রমণ হুজ্জুতি মোকাবিলা করে গণতন্ত্র পুণরুদ্বার ও আইনের শাসন জারী রাখার জন্য লড়াই জারী রাখার আহ্বান জানান। পাশাপাশি নেতৃত্বরা এও বলেন গণতন্ত্র পুনরোদ্ধারে কোনভাবে অশুভ শক্তিকে মাথা ছাড়া দিতে দেওয়া হবে না। তাই সকল অংশের মানুষের কাছে আবেদন জানান যাতে দৃঢ় কন্ঠে অশুভ শক্তির বিরুদ্ধে গর্জে ওঠে লড়াই আন্দোলনে সামিল হয়ে পথে নামেন।



