Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ২৩ পরিবারের ৬৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান

২৩ পরিবারের ৬৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান

২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তেলিয়ামুড়ায় এক ঝাঁক ভোটারের বিজেপিতে যোগদান। বুধবার সন্ধ্যায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভার পৃথক দুটিস্থানে দুই যোগদান সভার মধ্য দিয়ে মোট ৮৬ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে। প্রথমে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার ১৫ নং ওয়ার্ডে এক যোগদান সভার মধ্য দিয়ে ৭ পরিবারের ২২ জন ভোটার CPIM দল ত্যাগ করে BJP দলে যোগ দান করে এবং পরবর্তীতে তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের অধীন ৫ নং ওয়ার্ডের করইলং এলাকায় এক যোগদান সভার মধ্য দিয়ে ২৩ পরিবারের ৬৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করে।নবাগতদের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে নিজ দলে বরন করে নেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়। এদিনের এই যোযদান কর্মসূচি গুলিতে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যানী রায়ের সাথে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার পৌরপিতা রুপক সরকার সহ অন্যান্যরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য