বিগত বামফ্রন্ট শাসনব্যবস্থায় গোটা রাজ্যের রেশনিং ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা বেহাল এবং দুর্বল ছিল। বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রাম পাহাড়ের গুরুত্বপূর্ণ পরিষেবা গুলি উন্নত হয়েছে। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে চাকমাঘাটে আয়োজিত ‘ঘর ঘর বিজেপি’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ‘ঘর ঘর বিজেপি’ স্লোগান -কে সামনে রেখে রাজ্য ব্যাপি বিজেপি দলের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হচ্ছে। রবিবার কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপিস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার চাকমাঘাট বাজারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। দেশের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান কেন্দ্রীয় ভাবে প্রদর্শন হয়, রবিবার প্রথমেই চাকমাঘাটে পৌঁছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। এদিন কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত ‘ঘর ঘর বিজেপি’ কর্মসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধান সভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা, মন্ডলের অন্যান্য নেতৃত্ব সহ কার্যকর্তারা। ‘মন কি বাত’ অনুষ্ঠান শেষে চাকমাঘাট বাজারে ‘ঘর ঘর বিজেপি’ কর্মসূচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় এক জনসভা। এদিনের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। রাজ্য সরকারের সচ্চ নিয়োগ নীতি, মহিলাদের আত্মনির্ভরশীল সহ নানাবিধ কাজগুলির উল্লেখ করেন তিনি। এছাড়াও ২৫ বছরের বাম শাসনের সময়ে ত্রিপুরার অপশাসনকে তুলে ধরে একপ্রকার তুলুধুনো করেন বিগত আমলের সি পি আই এম সরকারকে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বক্তব্য আরো বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সরকারি যেমন পানীয় জল থেকে শুরু করে বার্ধক্য ভাতা, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা ঘর সহ আরো নানা প্রকল্পের মাধ্যমে সুযোগ-সুবিধা পাহাড় থেকে সমতল জনপদ গুলিতে পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার সাধারণ মানুষদের কাছে। স্ব-শাসিত জেলা পরিষদের দেড় বছর তিপ্রামথা দল ক্ষমতাশীল হওয়ার পর পাহাড়ি জনপদ গুলি সাধারণ মানুষ জনদের উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে স্ব-শাসিত জেলা পরিষদের নেতৃত্বদের। তিনি তার বক্তব্য আরো বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে খুন, শ্রীলতাহানি সহ নানা অপরাধ ছিল মাত্রাতিরিক্ত। বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তা তুলনামূল কমেছে। জনসভা শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক এবং মন্ডল সভাপতির সহ সমস্ত কার্যকর্তাদের নিয়ে এক সুবিশাল একটি রেলি অনুষ্ঠিত হয় তুইমধু এলাকায়। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।।



