রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজ বিধানসভা এলাকায় দলীয় নেতা- কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন। বলা চলে প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয় এদিন তিনি দেশবাসির উদ্দেশ্যে কথা বলেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সহ অন্যরা। এদিন মুখ্যমন্ত্রী মন কি বাত শোনার পর জানান প্রধানমন্ত্রী জি- ২০-র লোগো সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। স্পেস সেক্টরে দেশ এখন অনেক বেশি উন্নত হচ্ছে।



