Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশহর থেকে গ্ৰাম, গ্ৰাম থেকে পাহাড় সর্বত্রই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নিরলস...

শহর থেকে গ্ৰাম, গ্ৰাম থেকে পাহাড় সর্বত্রই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে চলছে রাজ্যের বর্তমান বিজেপি আই.পি.এফ.টি জোট সরকার

বলা বাহুল্য একটা সময় ছিল তেলিয়ামুড়া রাঙ্খল পাড়া এলাকার মানুষজনেরা যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হতো যাতায়াতের সঠিক পরিকাঠামো না থাকার কারণে। সেই সময় অর্থাৎ ২০১৮ নির্বাচনের প্রাক মুহূর্তে জন সম্পর্কে গিয়ে তৎকালীন বিরোধী দলের নেত্রী তথা বর্তমান শাসকদলের বিধায়িকা কল্যাণী রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৮ নির্বাচনে বিজেপি সরকার গঠনের পর রাঙ্খল পাড়া এলাকার এলাকাবাসীদের সার্বিক উন্নয়নে কাজ করবে এই সরকার। পরবর্তীতে ২০১৮ সালে নির্বাচনের পটপরিবর্তনের পর দীর্ঘ ২৫ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপি আই.পি.এফ.টি জোট সরকার। আর সেই সরকারের বিধায়িকা কল্যাণী রায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তেলিয়ামুড়া বিধানসভা এলাকার এলাকাবাসীদের সুবিধার্থে বেশ কিছু ব্রিজ, রাস্তাঘাট নির্মাণ করেছেন তিনি। আর সেই উন্নয়নমূলক কাজগুলি বর্তমানে একপ্রকার সমাপ্ত হয়েছে। সে কাজগুলো কেমন হয়েছে এবং কাজের গুণগত মান কতটুকু বজায় রয়েছে সেগুলি সরজমিনে পরিদর্শন করতে শনিবার বিধায়িকার এলাকা সফর। উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ তুইসিন্দ্রাই থেকে রাঙ্খল পাড়া যাওয়ার রাস্তা ধরে বা দিকে এগিয়ে গেলে বাবু মনি পাড়ার এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া। এলাকাবাসীদের দাবি মেনে ওই এলাকায় বেশ কয়েক লক্ষাধিক টাকা ব্যায় করে নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ। তাছাড়া রাম সর্দার পাড়া এলাকায় একটি লোহার ব্রিজ ছিল। যা খুব বিপজ্জনক অবস্থায় ছিল। এলাকা বাসিদের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রীজ টিও যাতে পুনরায় সংস্কার করে দেয়। এলাকাবাসীদের দাবি কে মান্যতা দিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় ওই এলাকায়ও বেশ কয়েক লক্ষাধিক টাকা ব্যায়ে নির্মাণ করে দিয়েছেন একটি ব্রিজ। ফলে এলাকাবাসী দের যাতায়াতে বেশ সুবিধা হয়েছে।
এ প্রসঙ্গে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় জানিয়েছেন,,, লকডাউনের পর বাবু মনি পাড়া ও রাম সর্দার পাড়ার দুইটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমানে সেই কাজগুলো সমাপ্ত হয়েছে। বিধায়িকা জানান,, বাবু মনি পাড়ার ব্রীজটি নির্মাণ করার জন্য প্রায় ৪০ লাখ টাকার উপর ব্যায় করেছে রাজ্য সরকার। অন্যদিকে রাম সর্দার পাড়ার ব্রীজটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। তিনি কথা প্রসঙ্গে জানিয়েছেন,, বর্তমান রাজ্যের বিজেপি আই.পি.এফ.টি জোট সরকার আগামী দিনেও এ ধরনের উন্নয়নমুখী কাজকর্ম জারি রাখবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য