Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যকৃষক বিদ্রোহের দ্বিতীয় বর্ষপূর্তিতে খোয়াইয়ে সিপিএম দলের কিষাণ মোর্চার উদ্যোগ পালিত হলহলসভা...

কৃষক বিদ্রোহের দ্বিতীয় বর্ষপূর্তিতে খোয়াইয়ে সিপিএম দলের কিষাণ মোর্চার উদ্যোগ পালিত হলহলসভা পার্শ্বনাথ মুকুল ভবনে।

দেশের রাজধানী দিল্লির ঐতিহাসিক কৃষক বিদ্রোহ আন্দোলন শুরু হয়েছিল আজ থেকে ঠিক দুই বছর আগে। এই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে শনিবার খোয়াইতে হয়ে গেল হলসভা।এদিন দলের সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে সিপিএম দলের জেলা সদর কার্যালয়ের পার্শ্বনাথ– মুকুল ভবনের হলঘরে আয়োজিত হলসভায় সামিল ছিলেন কৃষক কৃষিজীবী সহ জুমিয়া ও ক্ষেতমজুর অংশের মানুষ।সভাপতিমন্ডলীতে ছিলেন কৃষক সভার জেলা সভাপতি আলয় রায় ও ক্ষেতমজুর ইউনিয়নের মহকুমা সম্পাদক নন্দলাল গোপ।কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও তার ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জি এম পি নেতা পদ্ম কুমার দেববর্মা, কৃষক নেতা বিদ্যুৎ ভট্টাচার্য্য, শ্রমিক নেতা নির্মল বিশ্বাস প্রমুখরা।বক্তারা মোদি সরকারের কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে দুর্বার লড়াই সংগ্রাম জারি রাখার আহ্বান জানান সমস্ত কৃষক ভাইদের কে। এরপর প্রেক্ষিতে দলের পক্ষ থেকে কৃষক সমাজের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কৃষক দের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে মাঠে নামার জন্য আহ্বান জানান নেতৃত্বরা। যাতে করে দেশের কৃষকরা তাদের ন্যায্য পাওনা পেতে পারে সেই স্বার্থে। কারণ কৃষকরাই দেশ গড়ার ভবিষ্যৎ কারণ ভারতবর্ষ কিছু নির্ভর দেশ কৃষি ছাড়া ভারতের অর্থনৈতিক দুর্বল হয়ে পড়বে যদি না কৃষকদের সাথে কোন কাজ না করা হয়। তাই দেশ ও দেশের অর্থনীতি কে চাঙ্গা রাখতে গেলে কৃষকদের হাত মজবুত করতে হবে পাশাপাশি কৃষকদের সমস্ত দাবি মেনে চলতে হবে তাহলে দেশটি স্বয়ংসম্পূর্ণ হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য