Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত জুরো আন্দোলনের অঙ্গ হিসেবে ১০০ কিলোমিটারের পদযাত্রা...

কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত জুরো আন্দোলনের অঙ্গ হিসেবে ১০০ কিলোমিটারের পদযাত্রা শুরু

ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সারা ভারতজুড়ে চলছে ভারত জুরো আন্দোলন এরই অঙ্গ হিসেবে চলছে পদযাত্রা যার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। অনুরূপভাবে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ষষ্ঠ দিনের পদযাত্রাটি শুরু হয় বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ভারত জুরো যাত্রা ও ত্রিপুরা বাঁচাও এই স্লোগান কে সামনে রেখে সাত নম্বর সেক্টর তেলিয়ামুড়া কৃষ্ণপুর, কল্যাণপুর এই সেক্টরগুলোর কর্মসূচির ষষ্ঠ দিন চলছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ খোয়াই দিব্যোদয় চৌহমুনি থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে ও কার্তিক দেবনাথের নেতৃত্বে শুরু হয় এক পদ যাত্রা, এই পদে যাত্রাটি বাগান বাজার গিয়ে সমাপ্ত হয় এতে দীর্ঘ ১১ কিলোমিটার পদযাত্রা করন এবং এই দিনের মতো এখানে সমাপ্ত হয় পদযাত্রাটি। পদযাত্রার বিষয়ে জানতে চাইলে পদযাত্রা মিছিলের নেতৃত্ব কারি কার্তিক দেবনাথ জানান যেভাবে দেশের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে এই ভারত জুরো আন্দোলন ও পদযাত্রার ডাক দিয়েছে রাহুল গান্ধী। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস বন্ধে ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব বীরজিত সিনহা, সুদীপ রায় বর্মন, আশিস সাহাদের নেতৃত্বে সারা রাজ্য ব্যাপী ১২০০ কিলোমিটারে পদযাত্রা শুরু হয়েছে। কল্যাণপুর ব্লকের অন্তর্গত সাত নম্বর সেক্টরে ১০০ কিলোমিটারের পথে যাত্রার টার্গেট দেওয়া হয়েছিল এরমধ্যে ষষ্ঠ দিনে 67 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে কল্যাণপুর ব্লক কংগ্রেস। একইভাবে বুধবার সকালে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগান বাজার থেকে পদযাত্রা শুরু হয়েছিল এই পদযাত্রাটি দুর্গাপুর গার বস্তি, শান্তিনগর পেকনিছড়া, হয়ে রামচন্দ্র ঘাট শেষ হয়েছিল পঞ্চম দিনে ভারত জুড়ো পদযাত্রাটি। দীর্ঘ 15 কিলোমিটার পথে যাত্রা করেন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা অখন্ড ভারতকে রক্ষা করার জন্য ও ত্রিপুরাকে বাঁচানোর লক্ষ্যে কার্তিক দেবনাথের নেতৃত্বে পঞ্চম দিনের পদযাত্রাটি সুসম্পন্ন হয় এই পদযাত্রায় কার্তিক দেবনাথ এর সাথে ছিলেন শব্দ কুমার জমাতিয়া, প্রদীপ দাস সহ আরো অনেকে। একইভাবে তাদের দেওয়া ১০০ কিলোমিটারের টার্গেট সুসম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিদিন এই পদযাত্রায় বের করা হবে বলে জানান কার্তিক দেবনাথ। পাশাপাশি এরপর পদযাত্র আপামোর জনসাধারণকে আবেদন করেন সাহায্যের হাত বাড়িয়ে এই পথযাত্রায় শামিল হবার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য