ঘরে ঘরে সুশাসন এবং সেবাই সংগঠন এই দুইটিকে প্রাধান্য দিয়ে বিজেপি এস.সি মোর্চা সহ সাতটি সংগঠনের কর্মীরা জনসম্পর্ক অনুষ্ঠিত করল বৃহস্পতিবার সকালে । এই জনসম্পর্ক অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি এস.সি মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি শ্যামল দাস সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা । এদিন এই জনসম্পর্ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ব্লকের মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। এই জনসম্পর্ক অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি যেমন লক্ষ্যণীয় ছিল তেমনি এই এলাকার মানুষজন ও ব্যাপক সাড়া দেয়। বিশেষ করে এই ওয়ার্ড এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৈচালয়, পানীয় জল, বিদ্যুৎ রাস্তাঘাটেরও ব্যাপক উন্নতি ঘটেছে । এজন্য মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের গ্রামবাসীরা চাইছে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি দলের জয় জয়কার ঘটবে । এমন সারা জাগানো জনসম্পর্ক অনুষ্ঠান তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন এলাকায় সংঘটিত করছে বিজেপি দলের কর্মী সমর্থকরা । মূলত সরকারের অনুশাসন ব্যাবস্থা , সুশাসনের সুযোগ-সুবিধা গুলি গ্রামীন এলাকার মানুষজন কতটা উপভোগ করতে পারছে এবং আগামী দিনে এর সুযোগ আরো প্রসারিত করে সুন্দর সুশাসন করে দেওয়া হবে।।



