Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি এস.সি মোর্চা সহ সাতটি সংগঠনের কর্মীরা জনসম্পর্ক অনুষ্ঠিত করল বৃহস্পতিবার

বিজেপি এস.সি মোর্চা সহ সাতটি সংগঠনের কর্মীরা জনসম্পর্ক অনুষ্ঠিত করল বৃহস্পতিবার

ঘরে ঘরে সুশাসন এবং সেবাই সংগঠন এই দুইটিকে প্রাধান্য দিয়ে বিজেপি এস.সি মোর্চা সহ সাতটি সংগঠনের কর্মীরা জনসম্পর্ক অনুষ্ঠিত করল বৃহস্পতিবার সকালে । এই জনসম্পর্ক অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি এস.সি মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি শ্যামল দাস সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা । এদিন এই জনসম্পর্ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ব্লকের মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। এই জনসম্পর্ক অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি যেমন লক্ষ্যণীয় ছিল তেমনি এই এলাকার মানুষজন ও ব্যাপক সাড়া দেয়। বিশেষ করে এই ওয়ার্ড এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৈচালয়, পানীয় জল, বিদ্যুৎ রাস্তাঘাটেরও ব্যাপক উন্নতি ঘটেছে । এজন্য মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের গ্রামবাসীরা চাইছে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি দলের জয় জয়কার ঘটবে । এমন সারা জাগানো জনসম্পর্ক অনুষ্ঠান তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন এলাকায় সংঘটিত করছে বিজেপি দলের কর্মী সমর্থকরা । মূলত সরকারের অনুশাসন ব্যাবস্থা , সুশাসনের সুযোগ-সুবিধা গুলি গ্রামীন এলাকার মানুষজন কতটা উপভোগ করতে পারছে এবং আগামী দিনে এর সুযোগ আরো প্রসারিত করে সুন্দর সুশাসন করে দেওয়া হবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য