বুধবার ভাড়াবাড়ি থেকে এক চুরির অভিযুক্তকে জালে তুলে পুলিশ। রিমান্ড চেয়ে ধৃতকে আদালতে তোলা হবে। জানা যায় পেশায় শিক্ষক পীযুষ মজুমদার নামে তেলিয়ামুড়ার এক বাসিন্দা আগরতলা চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকেন পরিবার নিয়ে। আগরতলার পাশাপাশি তেলিয়ামুড়ায়ও তারা যাতায়াত করেন। ইদানিং পীযুষ বাবুর পরিবার তেলিয়ামুড়া গিয়েছিলেন। মঙ্গলবার তাঁর স্ত্রী ভাড়া বাড়িতে এসে দেখেন চুরি হয়েছে। খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় চোরেরা নিয়ে গেছে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও একটি রাইস কুকার। তারপর তিনি ঘটনা জানিয়ে পূর্ব থানায় মামলা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেই সাফল্য পান। আমবাসা ডলুবাড়ি এলাকার বাসিন্দা পঙ্কজ কুমার সাহা নামে এক যুবককে আটক করে। সেও চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকে। নগদ টাকা উদ্ধার নাহলেও মিলেছে স্বর্ণালঙ্কার ও রাইস কুকার।



