আজ দুপুরে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলঘরে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ‘নেশামুক্ত ত্রিপুরা’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী দিনগুলিতে আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডে নেশামুক্ত ত্রিপুরার উপর সচেতনতা কর্মসূচি/কর্মশালা আয়োজনের উপর গুরুত্বারোপ করে যুবসমাজকে নেশার কড়াল গ্রাস থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়া তিনি বলেন আমাদের সরকার নেশা প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত প্রশাসন নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। নেশা কারবারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা কর্মসূচির মাধ্যমে ছাত্র ও যুব সমাজকে নেশায় আসক্ত হওয়ার প্রবণতা থেকে দূরে রাখতে কাজ করা হচ্ছে। সামাজিক কাজের সাথে যুক্ত বিভিন্ন ক্লাব, এনজিও, জনপ্রতিনিধিদের একযোগে রাজ্য সরকারের যুব সমাজকে নেশামুক্ত করার প্রয়াসে সামিল হতে হবে। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রেবতী মোহন দাস, বিধায়ক দিলীপ কুমার দাস, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ড: শৈলেশ কুমার যাদব, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ॥



