আজ বেলা দুই ঘটিকার সময় ভারতের গনতন্ত্রীক যুব সংগঠন এবং রবীন্দ্রনগর লোকাল কমিটির উদ্যোগে কর্মী সমর্থকদের নিয়ে এক পদ যাএার আয়োজন করা হয়।এই পদ যাএা সোনাপুর বাজার থেকে শুরু হয়ে শ্ৰীমন্ত পুর শান্তি পল্লী হয়ে রবীন্দ্র নগর সি পি আই এম পাৰ্টি অফিসের সামনে এসে পৌছায় এবং সেখানেই মূল কর্মসূচি অনুষ্ঠীত হয়।এই সভায় সভাপতিত্ব করেন DYFI মহকুমা কমিটির সভাপতি মোঃ সেলিম, সম্পাদক ইন্দ্রজীত সাহা,উপস্থিত ছিলেন DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক,এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন পার্টির সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক কমঃ রতন সাহা, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস,রবীন্দ্র নগর অঞ্চল কমিটির সম্পাদক কমঃ মিজান মিঞা সহ অন্যান্য কর্মী সমর্থকেরা।এদিন আলোচনা করতে গিয়ে রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বর্তমান রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন ইতিবাচক দিকগুলি তুলে ধরেন ২০১৮ সালে রাজ্যের জনগণ বিজেপির দেওয়া ভিবিন্ন প্রলোবনে পা দিয়ে সীমাহীন ভাবে দিশেহারা হয়ে পড়েছেন,আর বর্তমানে রাজ্যের আপামর জনগণ চাইছে এই সরকার টাকে উৎখাত করে পুনরায় বামফ্রন্ট সরকারকে হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য।রাজ্যে দিকে দিকে বাম কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে আর তিনি এও বলেন সন্ত্রাস শেষ কথা নয় গণতান্ত্রিক দেশে জনগনই হল সকল ক্ষমতার অধিকারী ।রাজ্য সরকার নির্বাচনের পূর্বে যেসব প্রতিশ্রুতি গুলি দিয়েছিল তার কোনোটিই পূরণ করতে সক্ষম হননি আর তাদের এই মিথ্যাচারের এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আরে দিনের এই পদযাত্রাকে কেন্দ্র করে এলাকার সকল অংশের মানুষের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়।



