Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদ্রব্যমূল্য বৃদ্ধিরোধ,মৌলিক পরিষেবা ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবীতে সমতল পদ্মবিলে সিপিএমের এক...

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ,মৌলিক পরিষেবা ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবীতে সমতল পদ্মবিলে সিপিএমের এক মিছিল সংগঠিত হয়

রাজ্যজুড়ে বিভিন্ন জিনিষপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধিরোধ , পানীয় জল , বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন ও সন্ত্রাসীদের তান্ডব ও দৌরাত্ম্য বন্ধের দাবীতে সোমবার খোয়াইয়ের সমতল পদ্মবিলে সিপিএম দলের পক্ষ থেকে এক মিছিল সংঘটিত করা হয়। এই মিছিল থেকে আগামী দিনের সংগ্রামের বার্তা ছড়িয়ে দিল সিপিএম দল।এদিন সি পি আই এম র খোয়াই মহকুমা কমিটির ডাকে সোমবার দুপুরে সিপিএম দলের পক্ষ থেকে এক মিছিল বের হয়ে বীরচন্দ্রপুর দ্বাদশশ্রেণী স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাতকাটা বাজার হয়ে বেলছড়ার মনাইছড়া ছুঁয়ে আবার ফিরে এসে খোয়াই— হাতকাটায়। সেখান থেকে সড়ক পথ ধরে পূর্বদিকে এগিয়ে সমতল পদ্মবিলের বিভিন্ন পাড়া ও জনপদ পরিক্রমা করে।পরে সমতল পদ্মবিল পঞ্চায়েত অফিসের সামনে এসে শেষ হয় এদিনের মিছিল।মিছিলের পুরোভাগে ছিলেন সি পি আই এম এর জেলা সম্পাদক রঞ্জিৎ দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।মিছিলে সমতল পদ্মবিল, গৌরনগর, বেলছড়া , রতনপুর, বগাবিল সহ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের নারী পুরুষেরা সামিল ছিলেন।এক ঘন্টা মিছিল পরিক্রমা করে চার কিলোমিটার পথ।
মিছিল থেকে লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধ ও জনগণের মৌলিক পরিষেবার মানোন্নয়নে ব্যার্থ ডাবল ইঞ্জিন সরকারকে দ্রুত মানুষের দাবী পূরণে কার্য্যকরী ব্যাবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।একইসাথে রাজ্যে গণতন্ত্র পুণরুদ্বার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমতের পার্থক্য ভুলে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় মিছিলে উপস্থিত দলের নেতৃত্বরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য