সোমবার যথাযথ মর্যাদায় প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে শ্রদ্ধা জানানো হয় আগরতলা প্রেস ক্লাবে। জানা যায় আজকের দিনেই ২০১৭ সালে রাজধানীর আর কে নগর টি এস আর সদর কার্যালয়ে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে ময়দানে নেমে আন্দোলনও চালিয়েছিল কর্মরত সাংবাদিকরা। বলা যায় তৎকালীন সরকারের সময়ে তদন্তকারী দল দুয়েকজনকে গ্রেপ্তারও করেছিল, কিন্তু তাতেও সাংবাদিকদের ক্ষোভ কমেনি দাবী উঠে ঘটনার সিবিআই তদন্তের। তারপর নতুন সরকার ক্ষমতায় আসার পর সিবিআই তদন্ত দিলেও অভিযোগ তদন্ত কিছুই এগোয়নি। জামিনে ছাড়া পেয়ে গেছেন অভিযুক্তরা। দেখতে দেখতে ৫ বছর পেরিয়ে গেল। আজো সুবিচার পাননি প্রয়াতের পরিবার ও সহকর্মীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল দে ক্ষোভ জানান সুবিচার না মেলায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সহ- সভাপতি অরুন নাথ, প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা সহ অন্যরা।



