শনিবার গভীর রাতের অন্ধকারে কোনো এক সময় তেলিয়ামুড়া থানাধীন বড়লুংগা এবং নেতাজি নগর এলাকায় দুটি চুরির ঘটনা সংগঠিত হয়। প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকার জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা যায়, শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকা থেকে চোরের দল তিনটি গাড়ির সাইলেন্সার সহ গাড়ির মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে রবিবার দিন সকালে গাড়ির চালকরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে। গাড়ির চালকরা অভিযোগ করে জানায়,,,, চোরের দল রাতের অন্ধকারের তিনটি গাড়ি থেকে মোট ৩ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। অন্যদিকে, অন্যান্য দিনের মতো শনিবার দিনও বড়লুংগা এলাকায় ডাম্পিং স্টেশনের নির্মান কাজে নিযুক্ত শ্রমিকরা কাজ সেরে নির্মান কাজে ব্যাবহ্রত রড সহ অন্যান্য জিনিসপএ গুছিয়ে রাখে। পরে আজ রবিবার সকালে নির্মান কাজে নিযুক্ত শ্রমিকরা পুনরায় ডাম্পিং স্টেশনের কাজ শুরু করতে গেলে দেখতে পায় নির্মান কাজে ব্যবহ্রত রড গুলো নেই। নির্মান শ্রমিকরা অভিযোগ করে জানায়,,,,, শনিবার গভীর রাতের অন্ধকারে কোনো এক সময় চোরের দল চুরি করে নিয়ে যায় এই রড গুলো। জানা গেছে চুরি হয়ে যাওয়া রডের দাম আনুমানিক ২০ হাজার টাকা।
তেলিয়ামুড়া থানা এলাকায় একই রাতে সংঘটিত এই দুই চুরির ঘটনার বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
কিন্তু তেলিয়ামুড়া থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় তেলিয়ামুড়ার রাত্রিকালীন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানাহ প্রশ্নের জন্ম নিচ্ছে!!



