Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরেল লাইন থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা বাজার...

রেল লাইন থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা বাজার সংলগ্ন রেল ব্রিজ এলাকায় শনিবার সকালে

খবরে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে এলাকার লোকজন প্রত্যক্ষ করে রেললাইনে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া রেল পুলিশ’কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া রেল পুলিশ। জানা গেছে, এটি তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকার রায়ের কুড়ি (২০) বছর বয়সী পুত্র রাজদীপ রায়ের মৃতদেহ। পরবর্তীতে পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং কান্নায় ভেঙ্গে পরে।
এদিকে রাজদীপের পিতা লিটন রায়ের অভিযোগ করে জানান,, শুক্রবার সন্ধ্যায় রাজদীপ বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফিরে আসেনি। এদিকে তিনি আরো জানান,, পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজদীপের জন্মদিনের দিন গোলাবাড়ি এলাকার লিটন গোপের মেয়েকে নাকি রাজদীপ মেরেছে,এই ঘটনা নিয়ে থানা পর্যন্ত জলঘোলা হয়। পুলিশ রাজদীপকে ওই মেয়ের অভিযোগ মূলে থানায় তুলে নিয়ে আসে। রাজদীপের পিতা আরো জানায়,, ওই মেয়ে নাকি রাজদীপ’কে ভালোবাসতো, কিন্তু সে ওই মেয়েকে পছন্দ করতো না।
সে কারণে হয়তো’বা ওই মিথ্যা ঘটনা সাজিয়ে রাজদীপ কে হেনস্তা করেছিল। আর তার আটচল্লিশ (৪৮) ঘন্টা যেতে না যেতে সে রেললাইনে আত্মহত্যা করে। তবে এই ঘটনার পেছনে প্রকৃত কি রহস্য লুকায়িত রয়েছে সমস্ত বিষয় পুলিশি তদন্তের মধ্য দিয়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য