Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যএকই সাথে পুর নিগমের তিনটি ওয়ার্ডে অনুষ্ঠিত হলো প্রতি ঘরে সুশাসন শিবির

একই সাথে পুর নিগমের তিনটি ওয়ার্ডে অনুষ্ঠিত হলো প্রতি ঘরে সুশাসন শিবির

শনিবার একসঙ্গে তিন তিনটি ওয়ার্ডের অনুষ্ঠিত হল প্রতি ঘরে ঘরে সুশাসন শিবির। পুর নিগমের ৩৫, ৩৬ ও ৪৭ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবিরগুলি। ওয়ার্ডগুলিতে অনুষ্ঠিত প্রতিটি শিবির ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের প্রতিটা সুযোগ সুবিধা রাজ্যের প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি নেওয়া হয়েছে বলে, বিশেষ করে আগরতলা পুর নিগম উদ্যোগ নিয়েছে এই কর্মসূচির প্রতি পালনে। এর মাধ্যমে যে সমস্ত গরিব অংশের মানুষরা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র, নথিপত্র তৈরি করার উদ্দেশ্যে দপ্তরে যেতে পারতেন না সেগুলি তাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। এই কর্মসূচির মধ্য দিয়ে এরা রেশন কার্ড, পি আর টি সি, ম্যারেজ সার্টিফিকেট, এসটি, এসসি, ওবিসি সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র এখান থেকে পেয়ে যাবেন বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য