Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যশুরু হলো প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো যাত্রা

শুরু হলো প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো যাত্রা

কংগ্রেসের ভারত জড়ো যাত্রার অঙ্গ হিসাবে ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে ইন্দিরা গান্ধীর জন্ম দিবসে শুরু হল পদযাত্রা। ত্রিপুরার 60টি বিধানসভার মোট 1200 কিলো মিটার এই পদযাত্রা অনুষ্টিত হবে। এদিন সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস ইনচার্জ অজয় কুমার, দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা, যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেস রাজ্য সভাপতি রাকু দাস, এন এস ইউ আই পতাকা উত্তোলন করেন সভাপতি সম্রাট রায়। কংগ্রেস ত্রিপুরা ইনচার্জ অজয় কুমার,কংগ্রেস নেত্রী জারিতা সহ প্রদেশ কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন,আশীষ সাহা, গোপাল রায়,প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যরা এ দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শনিবার গান্ধীঘাটে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বের হয় এই পদযাত্রা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের ইনচার্জ অজয় কুমার বলেন যে সমস্ত ত্রিপুরাবাসী বিজেপি এবং দলীয় গুন্ডাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রয়েছেন ও যে সমস্ত বেকাররা বেরোজগারিতে অতিষ্ঠ হয়ে রয়েছেন এবং যে সমস্ত চাকুরীজীবীরা পেনশন চলে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন সে সমস্ত নাগরিকরা আজ কংগ্রেসের ভারত জড়ো পদযাত্রায় শামিল হয়েছেন। তাছাড়া এদিন তিনি ত্রিপুরা রাজ্যের জনসাধারণের কাছে আবেদন রাখেন যদি নিজের মা-বোনকে বাঁচাতে হয় যদি নিজের পরিবারকে বাঁচাতে হয় তাহলে জাতীয় কংগ্রেসের এই পদযাত্রায় শামিল হওয়ার জন্য। তিনি কথা দেন কংগ্রেস ক্ষমতায় আসলে গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যকেও উন্নয়নের চাদরে মোড়ে দেবেন বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য