শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের সন্তানদের আর্থিক ভাতা দেওয়ার ব্যবস্থার কথা ঘোষণা করেন নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া তিনি জানান এখন পর্যন্ত ১০৮৭ জন আবেদন করেছে। বাড়িতে থেকে যারা পড়াশোনা করে তাদের প্রত্যেককে ৩৫০০ টাকা করে এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে ওয়ান এবং টু তাদের জন্য ৭ হাজার টাকা এবং থ্রি থেকে টেন অব্দি আট হাজার টাকা করে প্রদান করা হবে। টাকার উৎস হচ্ছে কেন্দ্রীয় সরকার ৯% এবং রাজ্য সরকার ১% পার্সেন্ট।এই প্রকল্পের মাধ্যমে এখন থেকে সাফাই কর্মীদের দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছেলেমেয়েরা বছরে আর্থিক সহায়তা পাবে। বলা যায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় চালু হওয়া এই প্রকল্পে আগরতলা পুর নিগমের আওতাধীন কর্মরত ২৫৮০ জন সাফাই কর্মী উপকৃত হবেন।



