Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে উপজাতি উন্নয়নে সিপিএমের কোন ভূমিকা নেই- সুশান্ত চৌধুরী

রাজ্যে উপজাতি উন্নয়নে সিপিএমের কোন ভূমিকা নেই- সুশান্ত চৌধুরী

সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীকে এক হাত নিলেন সুশান্ত চৌধুরী। রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে রীতিমতো চোখা চোখা শব্দবান নিক্ষেপ করেছেন। আজ শনিবার বিকালে স্থানীয় কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপিএমের উপজাতি দরদ নিয়ে প্রশ্ন তোলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী আগরতলার সিঙ্গার বিলস্থিত মহারাজ বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরে ককবরকে ঘোষণা করার দাবী সম্পর্কে প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সঙ্গে সহমত পোষণ করেন। এনিয়ে সম্প্রতি তিপ্ৰা মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ এক চিঠিতে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়ার কাজে দাবী জানান। শ্রী দেববর্মণ এই চিঠিতে বলেন যে স্থানীয় বিমান বন্দরে অন্যান্য ভাষার সঙ্গে ককবরকে যাত্রীদের উদ্দেশ্যে গণজ্ঞাপন তথা বিমান ওঠা নামা সম্পর্কিত ঘোষণা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া প্রদ্যোৎ কিশোর দেববর্মণকে পাল্টা চিঠি দিয়ে জানান যে তার দাবী পূরণ করা সম্ভব নয়। এনিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মেলারমাঠ স্থিত সিপিএমের রাজ্য সদর কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী প্রদ্যোৎ কিশোর দেববর্মণকে সমর্থন জানান। তিনি দাবী করেন এই বিষয়ে ২০১৬ সালে তার তরফে প্রথমে কেন্দ্রীয় সরকারের গোচরে নেওয়া হয় বিষয়টি। সিপিএমের রাজ্য সম্পাদকের সাংবাদিক সম্মেলনের পাল্টা হিসাবেই যেন আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি বলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণের দাবী নিয়ে ব্যক্তিগতভাবে তার অথবা দল হিসাবে বিজেপির কিছু বলার নেই। তবে সেই সঙ্গে তিনি সিপিএমের উপজাতি দরদ নিয়ে রীতিমতো তিনি চেপে ধরেন। বলেন রাজ্যে উপজাতি উন্নয়নে সিপিএমের কোন ভূমিকা নেই। রিয়াং শরণার্থী সমস্যাকে দীর্ঘ দিন জিইয়ে রেখেছে সিপিএম। তাছাড়া রাজ্যে রাজাদের রাজ্যের উন্নয়নে কোন ভূমিকা নেই বলে সিপিএম জোর প্রচার করেছে। এখন আবার ককবরক ভাষা তথা উপজাতি দরদ নিয়ে ভোটের মুখে সুড়সুড়ি তৈরীর চেষ্টা করা হচ্ছে। রাজ্যের রাজাদের সিপিএমের তরফে অত্যাচারী, উন্নয়ন বিরোধী বলে বর্ননা করা হয়েছে। আর বিজেপি এই রাজাদের বিশেষত আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে পরিচিত মহারাজ বীর বিক্রম দেববর্মণকে সম্মান জানানোর ব্যবস্থা করেছে। সুশান্ত চৌধুরী বলেন, সিপিএম রাজ্য সম্পাদক রাজ্যবাসীর ভাতা বৃদ্ধি সহ নানা উন্নয়নমুখী কর্মকান্ডের বিরুদ্ধে কর্মচারীদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে। এই সুযোগে কংগ্রেস ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে বলে দাবী করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য