Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদIPFT দল ছেড়ে বিজেপিতে যোগদান ৩ পরিবারের ৮ জন জনজাতি ভোটার

IPFT দল ছেড়ে বিজেপিতে যোগদান ৩ পরিবারের ৮ জন জনজাতি ভোটার

আবারো IPFT দল ছেড়ে বিজেপিতে যোগদান করে বেশ কয়েকজন ভোটার। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব লক্ষীপুর ভিলেজ কমিটির অন্তর্গত চাম্পলাই এলাকার ৩ পরিবারের ৮ জন জনজাতি ভোটার IPFT দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে শুক্রবার বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে। এদিন নবাগতদের দলে বরণ করে নেয় ২৯ কৃষ্ণপুর মন্ডলের বিজেপি নেতৃত্বরা।
এ বিষয়ে বলতে গিয়ে ২৯ কৃষ্ণপুর মন্ডলের এক বিজেপি নেতৃত্ব জানান,,,, IPFT দলে থাকাকালীন সময় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের। তাছাড়া তিপ্রামথা দলের প্রতি বিরক্ত হয়ে এদিন ভোটাররা বিজেপিতে যোগদান করেন। বিজেপি দলের তরফে তাদের আশ্বাস প্রদান করা হয় আগামী দিন তাদের সমস্যা গুলি শুনে সেগুলির সমাধান করা হবে। বিজেপিতে যোগদানকারী নবাগত ভোটারদের মধ্যেও এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য