অসম মজুরি শ্রমিক ইউনিয়ন কাছার জেলা সম্পাদক ধরিত্রী শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এন টি ইউ আই ত্রিপুরা শাখার বিক্ষোভ প্রদর্শন করছে রবীন্দ্র ভবনের সামনে শুক্রবার। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব প্রবীন সিংহ বলেন বিগত কয়েক মাস ধরেই আসামের কাছাড় জেলার অন্তর্গত স্থানীয় একটি চা বাগানে গ্রিন ফিল্ড নামক একটি বেসরকারি এয়ারপোর্ট নির্মাণকে কেন্দ্র করে চা বাগানে উচ্ছেদ চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসাম মজুরি শ্রমিক ইউনিয় ন প্রতিনিয়ত প্রতিবাদ চালিয়ে আসছে এবং গত পাঁচই নভেম্বর সংগঠনের নেতৃত্ব ধরিত্রী শর্মাকে মিথ্যা মামলার দায় লাগিয়ে রাতের অন্ধকারে আসাম পুলিশ তুলে নিয়ে আসে এবং এখনো অবধি ইনভেস্টিগেশন এর নাম করে উনার উপর মানসিকভাবে অত্যাচার চালাচ্ছে তাই আসাম পুলিশের এ ধরনের নির্মম কার্যকলাপ কে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।।



