Friday, December 5, 2025
বাড়িখবররাজ্য১৭ নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

১৭ নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের ১৭ নং ওয়ার্ড এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে মেয়র এলাকায় কি কি অসুবিধা রয়েছে তা খতিয়ে দেখেন। পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। তাছাড়াও কোথায় কোথায় সমস্যা রয়ে গেছে সেগুলি খতিয়ে দেখার জন্য প্রতিটি ওয়ার্ডে পরিদর্শন করছেন এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ গুলি জনসম্মুখে তুলে ধরছেন। তাছাড়া এই দিন মেয়র আরো বলেন বিগত দশ মাসে আগরতলা পুর নিগম যে কাজ করেছে বিগত ২৫ বছরে হয়তোবা বিগত বামফ্রন্ট সরকার সেই কাজ করেনি। তার পাশাপাশি তিনি বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার পরিচালিত আগরতলা পুর নিগম পুরো বাসির স্বার্থে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতিশ্রুতি অনুযায়ী আগরতলা পুর নিগম প্রতিটি ওয়ার্ডে কাজ করছে বলে। এ দিনের পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য