অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনা বুধবার থানাধীন জারুইলং বাড়ি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায়। মৃত দেহের পাশ থেকে পুলিশ ড্রাগস সেবনের কাজে ব্যাবহৃত সিরিঞ্জ উদ্ধার করেছে। ড্রাগসের করাল গ্রাসে যে ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে যুবসমাজ তা আবারো প্রমাণিত। ঘটনার বিবরণে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি খাদ্য গুদাম সংলগ্ন খোয়াই নদীর পাশে এক ৩০-৩৫ বয়সী এক উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেই সঙ্গে খুব দ্রুততার সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ও ঘটনাস্থলে পৌঁছায়। মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষ করতে পারেন মৃতদেহের পাশে ড্রাগস সেবনের কাজে ব্যাবহৃত সিরিঞ্জ পড়ে রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই মৃতদেহের কোন পরিচয় জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে,, ড্রাগস সেবনের ফলেই মূলত মৃত্যু হয়েছে এই অজ্ঞাত পরিচয়ের উপজাতি যুবকের। অন্যদিকে পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা(!)



