শর্ট সার্কিট থেকে আগুন লাগে দিন দুপুরে একটি চশমার দোকান পুড়ে ছাই। ক্ষয়ক্ষতি 15 লক্ষাধিক টাকা। ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার দুপুরে খোয়াই শহরের প্রাণকেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন চশমার দোকান বিবেকানন্দ আই ক্লিনিটি মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ শর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ পড়ে যায়। জানা যায় এই দোকানের মালিক নবনীতা রায় আগরতলায় থাকেন। কর্মচারী দিয়ে দোকানটিকে চালানো হয়। মঙ্গলবার দুপুরে দোকানের কর্মচারী দুপুরের খাবারের জন্য দোকান লাগিয়ে বাড়ি চলে যায়। এরই মধ্যে বিকেল তিনটা নাগাদ বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এই চশমার দোকানের সমস্ত জিনিসপত্র পড়ে যায়। এমনকি চক্ষু পরীক্ষা করার জন্য আনা নতুন মেশিনটি যার ক্রয় মূল্য ৬ লক্ষাধিক টাকা সহ দোকানের অন্যান্য জিনিসপত্র চশমার গ্লাস ও সমস্ত ফ্রেম গুলি পুরে যায়। জানা যায় এই আগুন লাগার ফলে দোকানের মালিকের ১৫ লক্ষ দিক টাকার ক্ষয়ক্ষতি হয়। যদিও অগ্নি নির্বাপক দপ্তর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কিন্তু দোকানের শাটার খুলে আগুন নেভাতে গিয়ে দেরি হবার কারণে দোকানের সমস্ত জিনিস পড়ে ছাই হয়ে যায়। যদিও দোকানের মালিকের সাথে কোন ধরনের সাক্ষাৎ হয়নি। কিন্তু দোকানের কর্মচারীরা মোবাইলের সুইচ অফ করে রেখে দিয়েছে এই বিষয়ে তাদের সাথে কোন বিষয়ে যোগাযোগ করা যায়নি কথা বলার জন্য।



