মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে তিন দিন ব্যাপী জেলাভিত্তিক প্রতি ঘরে সুশাসন ও সরস স্কিল ও জব মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায় বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, পিনাকি দাস চৌধুরী রাজ্য ক্রীরা সচিব অমিত রক্ষিত জেলা শাসক ডি কে চাকমা , বিধায়ক প্রশান্ত দেববর্মা খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্য। এই মেলায় পুরো জেলার প্রত্যেকটি সরকারি দপ্তরের বিভিন্ন ধরনের স্টল খোলা হয়। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য থেকে মুখ্যমন্ত্রী বলেন প্রতি ঘরে সুশাসনের অর্থ হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তা বুঝিয়ে বলা। যাতে করে রাজ্যের প্রত্যেকটি মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রদীপ জ্বালিয়ে বেলুন ও সাদা পাইরা উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন।



