মুন্ডা বিদ্রোহের নায়ক তথা দেশ বরেন্য ব্যক্তিত্ব বিরসা মুন্ডার আজ ১৪৮ তম জন্ম জয়ন্তী। গোটা ত্রিপুরা রাজ্জে নানাবিধ কর্মসূচির মাধ্যমে আজ এই দিনটি প্রতিপালিত হয়। এরই অঙ্গ হিসেবে বিজেপি দলের কল্যাণপুর মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের রতিয়া এলাকার মুন্ডা বস্তিতে বিজেপি দলের পক্ষ থেকে এক সারা যখন ও কর্মসূচি প্রতিপালন করা হয়। প্রথমেই বিভিন্ন বয়সের মহিলাদের সুসজ্জিত রূপকে সামনে রেখে একটি মিছিল আয়োজিত হয়। এই মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সভাস্থলে শামিল হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ, মহিলা মোর্চার জেলা সহ-সভানেত্রী সরস্বতী দেবনাথ, আদিবাসী সম্প্রদায়ের রাজ্য কমিটির সদস্য সত্যেন্ তাতী, যুব মোর্চার মণ্ডল সভাপতি শুভঙ্কর সেন সহ অন্যান্যরা। শুরুতেই বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দরা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যান্যরা বিরসা মুন্ডার জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। বিরসা মুন্ডার দেখানো পথ ধরে আগামী দিনে পথ চলতে পারলে প্রকৃত অর্থে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা যাবে বলে বক্তাদের আলোচনায় ফুটে উঠে।।



