তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে তেলিয়ামুড়ায় কংগ্রেস ভবনে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় শান্তিনগর স্থিত কংগ্রেস ভবনে । এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক অশুক কুমার বৈদ্য, কংগ্রেস নেতা গৌরী শঙ্কর রায় সহ অন্যান্য নেতৃত্ব’রা। এদিনের এই সভায় উপস্থিত থেকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন,, বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করেন । তার পাশাপাশি তিনি আরো জানান বর্তমান বিজেপি সরকার মানুষের সাথে প্রতারণা করেছে । তাই আগামী বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দান প্রয়োগ করে যোগ্য জবাব দেবে । অপরদিকে বিজেপির অপশাসনের বিরুদ্ধে রাজ্য যুব কংগ্রেস আগামী মাস থেকে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে অভিমত ব্যক্ত করেন । এদিনের এই বৈঠকে যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।



