ভারতীয় জনতা মজদুর সেল ২৯ কৃষ্ণপুর কমিটির উদ্যোগে এক মেঘা রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় চাকমা ঘাট কমিউনিটি হলে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক অজিত দেববর্মা সহ ভারতীয় জনতা মজদুর সেলের নেতৃত্ব’রা। বিধায়ক অতুল দেববর্মা জানান,,, এদিনের এই রক্ত দান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া তিনি বলেন,, রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান, BJMC-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।



