সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরুর জন্মদিন। যিনি শিশুদের কাছে চাচা নেহেরু হিসেবেই পরিচিত ছিলেন। সোমবার রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। এদিন প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা গোপাল রায় ও প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। এদিন গোপাল রায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, ভারতবর্ষকে বাঁচাতে গেলে চাচা নেহেরুর চিন্তা লাগু করতে হবে। এদিকে সরকারি ভাবে এবছর রাজ্যে শিশু দিবস পালন না করায় বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি।



