রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সকল মানুষের কাছে সহজলভ্য করা। এ জন্য বিভিন্ন স্থানে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। 12ই নভেম্বর, 2022-এ এজিএমসির কেএলএস অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য অধ্যায়ের 16তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, স্বাস্থ্য, কৃষি বা পর্যটন, এক ত্রিপুয়া, শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির দায়িত্ব সরকারের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ডেন্টাল কলেজ খোলা হবে। আপাতত জায়গাটি চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, রাজ্যে দুটি মেডিকেল কলেজ রয়েছে। কলেজগুলিতে প্রতিটি অনুষদের যথেষ্ট অবদান রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের ওপর কয়েকবার হামলা, হয়রানি ও টার্গেট করা হয়েছে। কিন্তু তা ঠিক নয়। এ ধরনের ঘটনা বন্ধে জনসচেতনতা প্রয়োজন। কারণ জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট চিকিৎসকরা দিয়ে থাকেন। তিনি জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানিয়ে বলেন, এই সম্মেলনের মাধ্যমে তাদের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ রয়েছে। তিনি স্বাস্থ্য সেবার উন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। স্বাস্থ্য বিভাগের সচিব ডাঃ দেবাশিস বসু, গুজরাটের বিশিষ্ট সার্জন ডাঃ রাজেশ শাহ, এজিএমসির অধ্যক্ষ ডাঃ মঞ্জুশ্রী রায় প্রমুখ বক্তব্য রাখেন। কিশলয় চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সার্জন ডা. অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট সিনিয়র সার্জন ডাঃ শংকর চ্যাটার্জি, ডাঃ গুন্ধিরাম শর্মা এবং ডাঃ শিবেন্দু মোহন দাসকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডাঃ সুনীল কুমার ঘোষ।



