২০২৩ এর নির্বাচনকে সামনে রেখে সি আই এ এর গাইডলাইন মেনে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ভোটার লিস্ট বিতরণ করলেন মহকুমা শাসক বিজয় সিনাহা। বুধবার বিকালে মহকুমা শাসকের কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেখানে উপস্থিত ছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম, আই পি এফ টি দলের প্রতিনিধিরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে মহকুমা শাসক বিজয় সিনহা ২৪ রামচন্দ্র ঘাট, ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্র, ২৬ আসারামবাড়ী বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট গুলি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেন। এক সাক্ষাতে মহকুমা শাসক জানান এর মধ্যে ২৪ রামচন্দ্র ঘাট কেন্দ্রের মোট ভোটার ৪০ হাজার ৯৩১ জন, খোয়াই বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ৪২ হাজার ৩৩৩ জন, 26 আশ্রমবাড়ী কেন্দ্রের মোট ভোটার ৩৯ হাজার। এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ৬১ হাজার ৪৯৫ জন, ও মহিলা ভোটারদের সংখ্যা ৬০ হাজার ৫৫৩ জন। এছাড়া মহকুমা শাসক বিজয় সিনাহা এই বিষয়টি কে প্রচারের জন্য প্রচার মাধ্যমের সাহায্য চাইতে গিয়ে বলেন এ বিষয়ে আগামী তিন দফায় হেয়ারিং এর ব্যবস্থা করা হয়েছে প্রথম হিয়ারিং হবে ২৯ নভেম্বর এবং দ্বিতীয় ৫ ই ডিসেম্বর তৃতীয় দফা হেয়ারিং হবে ১৬ই ডিসেম্বর সমস্ত বিষয়টা প্রচার মাধ্যমের সাহায্যে যাতে জনসাধারণকে অবগত করানো হয় এর জন্য আবেদন করেন। নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী ইলিজিবল ভোটাররা তাদের বি এল ও এর সাথে অথবা নির্বাচন কমিশন দপ্তরের বিভিন্ন অফিসারদের সাথে দেখা করে ফরম ফিলাপ করার জন্য আবেদন জানান। যাতে করে সবাই নির্বাচনী গাইডলাইন মেনে কাজ করতে পারে এর জন্য গাইড লাইনের দিকে নজর দিতেও বলেন মহকুমা শাসক।



