Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজাতীয় সড়কে পথদুর্ঘটনায় দুই বাইকের সংঘর্ষে আহত ২

জাতীয় সড়কে পথদুর্ঘটনায় দুই বাইকের সংঘর্ষে আহত ২

অসম আগরতলা জাতীয় সড়কে ফের পথদুর্ঘটনা। দুই বাইকের সংঘর্ষে আহত ২। বর্তমানে উভয়ের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি এলাকায়। খবরে প্রকাশ,, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি এলাকার বাসিন্দা শিশু সরকার নিজের বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুতগতিতে থাকা একদল যুবক যুবতী আগরতলার দিক থেকে নোনাছড়া মন্টাং স্থিত ভিউ পয়েন্টে যাবার পথে বাক নিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু সরকারের বাইকটিতে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে একদল বাইকের মধ্যে থেকে একটি বাইক অর্থাৎ মোট দুইটি বাইক দুর্ঘটনা কবলে পড়ে। এতে আহত হয় তুইসিন্দ্রাই বাড়ি এলাকার শিশু সরকার ও আগরতলা অভয়নগর এলাকার শান্তনু চক্রবর্তী নামের অপর আরেক বাইক আহোরী। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া হাসপাতালে। যাই হোক শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল মনে করছেন,,, ট্রাফিক পুলিশ যদি তেলিয়ামুড়া শহরে নিজেদের নিয়মমাফিক কর্তব্য পালন করতো তবে হয়তো’বা এ ধরনের যান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য