Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রকৃত মেধাদের উদ্দেশ্যে রোটারি ক্লাব তেলিয়ামুড়ার ডাকে সারা দিয়ে তেলিয়ামুড়ার সুবিধাবঞ্চিত ছাত্র...

প্রকৃত মেধাদের উদ্দেশ্যে রোটারি ক্লাব তেলিয়ামুড়ার ডাকে সারা দিয়ে তেলিয়ামুড়ার সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রীদের সম্পুর্ন বিনামূল্যে একাডেমিক সাপোর্ট প্রদানের ব্যবস্থা করা হবে

বিগত দিনে তেলিয়ামুড়া মহকুমার দারিদ্রতা বা বিভিন্ন প্রতিকুলতার কারনে সুবিধা বিঞ্চিত মেধাবী ছাত্র ছাত্রীদের রাজধানী আগরতলা গিয়ে NEET, IIT JEE ইত্যাদি পরিক্ষার প্রস্তুতি নিতে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হত। ফলে সুযোগ সুবিধার অভাবে এ ধরনের ছাত্র ছাত্রীরা মেধা থাকা সত্যেও নিজেদের কাংখিত লক্ষে পৌছুতে সমস্যার সম্মুখিন হত। ফলে দরিদ্র ছাত্র ছাত্রীদের মেধা থাকালেও সঠিক যায়গায় পৌছুতে পারত না। এধরণের অসুবিধার সম্মুখীন হওয়া পরিবারের ছেলে মেয়েদের পাশে দাড়ানোর পদক্ষেপ নিল তেলিয়ামুড়া রোটারি ক্লাব। তেলিয়ামুড়া রোটারি ক্লাব এবং বহুল পরিচিত অধ্যয়ন লার্নিংং এপ্স যৌথ উদ্যোগে সেই সুযোগ করে দেওয়ার ব্যবস্থা গ্রহন করেন। তেলিয়ামুড়া রোটারি ক্লাব এবং অধ্যয়ন এর যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য NEET, IIT, JEE পরিক্ষার সম্পুর্ন বিনা খরচে বিশেষ একাডেমিক সাপোর্ট এর ব্যবস্থা করা হয়েছে। ফলে ছাত্র ছাত্রীরা তেলিয়ামুড়া থেকেই এধরণের পরিক্ষার প্রস্তুতি নিতে পারবে, এর জন্য তাদের কোনো ধরনের ফিও দিতে হবেনা বা রাজধানীতেও যেতে হবেনা। এরই আনুষ্ঠানিক সূচনা করা হয় রবিবার দুপুর ৩ ঘটিকায় তেলিয়ামুড়া ডাকবাংলোর হল ঘরেএক ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যদিয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সনপাদক গৌতম দে, কোষাধ্যক্ষ প্রীতম ঘোষ, অধ্যয়ন এর ত্রিপুরা স্টেট কনভেনার ভাস্কর ঘোষ ডিস্ট্রিক্ট কনভেনার, তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সুভিধা গ্রহন কারী ছাত্র ছাত্রী এবং সাংবাদিক বন্ধুরা। অনুষ্ঠান শেষে অধ্যয়ন এপ্স এর ত্রিপুরা স্টেট কনভেনার ভাস্কর দাস জানান রোটারি ক্লাব তেলিয়ামুড়ার ডাকে সারা দিয়ে উনারা তেলিয়ামুড়ার সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রীদের সম্পুর্ন বিনামূল্যে একাডেমিক সাপোর্ট প্রদানের ব্যবস্থা করা হবে। যাতে করে প্রকৃত মেধারা সুযোগের অভাবে নিজেদের লক্ষে পৌছুতে বাধাপ্রাপ্ত না হয়। তিনি আরও জানান বিভিন্ন ধরনের চাকুরীর পরিক্ষার প্রস্তুতিও বিনা মূল্যে প্রদানের ব্যবস্থা থাকবে।এধনরের উদ্যোগ গ্রহন করার জন্য তিনি তেলিয়ামুড়া রোটারি ক্লাবকে ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য