রবিবার রাজধানীর ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজু সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন রাজ্য সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী ১৫ই নভেম্বর থেকে বেকারদের স্বার্থসংশ্লিষ্ট মোট চার দফা দাবিকে সামনে রেখে রাজ্যের সর্বত্র গণ আন্দোলন সংঘটিত করবে দুই বাম যুব সংগঠনের নেতাকর্মীরা। এই আন্দোলন চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। তাছাড়া ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বলেন, রাজ্য সরকার সরকার সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত যুবকদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয় দুর্নীতিকে স্বীকৃতি দেওয়ার জন্যই সরকার এ ধরনের কাজ করছে। তাই দুটি বাম সংগঠন সিদ্ধান্ত নিয়েছে বেকারদের কাজের দাবিতে এবার আন্দোলনে নামার। তাদের দাবি আন্দোলনরত বেকার যুবক যুবতীদের উপর পুলিশের হেনস্থা বন্ধ করতে হবে। রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ, চুক্তিবদ্ধ নিয়োগ বন্ধ করে বেকারদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অবিলম্বে জেআরবিটির ফলাফল ঘোষণা। এই চারটি দাবি নিয়েই সংগঠন আগামীদিন গোটা রাজ্য জুড়ে গণ আন্দোলন গড়ে তুলবে বলে।



