Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের শান্তির বাতাবরণকে নষ্ট করার পরিকল্পনা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন প্রদেশ বিজেপির...

রাজ্যের শান্তির বাতাবরণকে নষ্ট করার পরিকল্পনা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন প্রদেশ বিজেপির মুখপাত্রের

রবিবার রাজধানী আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও মন্ত্রী রামপদ জমাতিয়া সহ জনজাতী মোর্চার নেতৃত্ব। এদিন মুখপাত্র বলেন শনিবার মথার কর্মী-সমর্থকরা হিংসার আশ্রয় নিয়েছে। বড়মুড়ায় জনজাতি মোর্চার সর্বভারতীয় নেতৃত্ব সমীর উড়াং সহ রাজ্য জন জাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মার উপর যে প্রানঘাতী হামলা চালিয়েছে সেই ঘটনাই হিংসার অভিযোগকে প্রমান করছে। তাছাড়া এদিন দলের মুখপাত্র এই ধরনের নক্ক্যারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন, রাজ্যে একটা অশান্তির আবহ তৈরী করার চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রাজ্যের মানুষ প্রতিহত করবেন। এরপরই তিনি রাজ্য বিজেপির আবেদন সামনে এনে বলেন, রাজ্য বিজেপি রাজ্যবাসীর কাছে আবেদন রাখছে, যারা রাজ্যের শান্তির বাতাবরণকে নষ্ট করার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য