Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজল যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকার একাংশ কৃষকরা

জল যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকার একাংশ কৃষকরা

জল যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকার একাংশ কৃষকরা। এই বাইশঘরিয়া গোটা মহকুমার মধ্যে একটা অতি পরিচিত কৃষিপ্রধান এলাকা। এই এলাকার প্রায় ৯০ থেকে ৯৫% মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষি কাজের উপর নির্ভরশীল। বিশেষ করে গোটা এলাকা সবজি চাষের জন্য সমগ্র রাজ্যের মধ্যে ইতিমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে। এই বাইশঘরিয়া এলাকায় একাংশ সবজি চাষিরা বছরের পর বছর জলের অভাবে ধুকছেন, অথচ নির্বিকার প্রশাসন। খবরে জানা যায় সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ প্রায় ২০ থেকে ২২ বছর আগে কৃষকদের সুবিধার্থে ড্রেন নির্মাণ করে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। এরপর ১৫ থেকে ১৬ বছর ভালোই চলছিল, কিন্তু উপযুক্ত সংস্কারের অভাবে এবং জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে এই ড্রেন দীর্ঘ প্রায় পাঁচ-ছয় বছর যাবত জল সেচের অনুপযুক্ত। বাধ্য হয়ে স্থানীয় কৃষকেরা বারবার সংশ্লিষ্ট এম.আই দপ্তর, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বারবার শুধু প্রতিশ্রুতি জুটেছে বলে কৃষকদের অভিযোগ। এই সংক্রান্ত বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট প্রতিবেদককে এলাকার জনৈক সবজি চাসী অনুকূল দাস আক্ষেপের সাথে অভিযোগ করে জানালেন,,,, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও স্থানীয় এম.আই দপ্তর কোন উদ্যোগ গ্রহণ করছে না যার ফলে এই দুর্মূল্যের বাজারে নিজেদের ঘাটের ঘর পয়সা খরচ করে ঘন্টায় ২৫০ টাকা মূল্যে দমকল লাগিয়ে জল ক্রয় করে সেচের ব্যবস্থা করতে হচ্ছে। অভিযোগ, তেলিয়ামুড়া এম.আই দপ্তরের খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে নদীর জল পর্যন্ত কিনে কৃষি ক্ষেতে ব্যবহার করছেন। এই ক্ষেত্রে তেলিয়ামুড়া এম.আই দপ্তরের ভূমিকায় বাইশঘড়িয়া এলাকার কৃষকরা গভীর ক্ষোভ প্রকাশ করছেন। যে জায়গায় বর্তমান সরকার রাজ্যের কৃষি উন্নয়ন খাতে প্রতিনিয়ত বিপুল অর্থ ব্যয় করছে এবং ত্রিপুরা রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গায়, তেলিয়ামুড়া এম.আই দপ্তরের একাংশ আধিকারিকদের খামখেয়ালিপনায় প্রতিনিয়ত তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকার কৃষকদের জলের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
কৃষকদের আশা অনতিবিলম্বে বর্তমান কৃষিবান্ধব সরকার এলাকার কৃষক এবং কৃষির উন্নয়নে এই মুখ থুবড়ে পড়া ড্রেনের পরিকাঠামগত উন্নয়নের তেলিয়ামুড়ার এম.আই দপ্তরকে নির্দেশ প্রদানের মাধ্যমে পরিকল্পনা নিয়ে উপযুক্ত সংস্কার করে জলসেচের উপযুক্ত করে গড়ে তুলবেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য