Friday, December 5, 2025
বাড়িখবররাজ্য11 দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান মহাবিদ্যালয় শিক্ষা কর্মী...

11 দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান মহাবিদ্যালয় শিক্ষা কর্মী রাজ্য কমিটির

শুক্রবার বি এম এস এর উদ্যোগে মহাবিদ্যালয় শিক্ষা কর্মী রাজ্য কমিটির 11 দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের এক নেতৃত্ব জানান বিগত সারে চার বছর ধরে রাজ্য সরকারকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন থেকে শুরু করে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আসছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো বদলি নীতি প্রমোশন ইত্যাদি। কিন্তু প্রসেসিং এতই মন্থর গতিতে চলছে যে কর্মচারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাছাড়া গত অক্টোবর মাসের ১১ তারিখ ৫ দফা দাবি নিয়ে ডেকোরেশন প্রদান করেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকতা নিকট যার মধ্যে উল্লেখযোগ্য ছিল উচ্চ শিক্ষা দপ্তরে কর্মরত ল্যাব টেকনিশিয়ানদের সরকারি নিয়মবিধি মেনে অ্যাড হক প্রমোশন প্রদান করা তাছাড়া রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীর এক লাইব্রেরিয়ানকে অতি দ্রুত বদলি করা সহ লাইব্রেরী কর্মচারীদের মানসিক নির্যাতনের সুস্থ ও তদন্তের দাবি নিয়ে। উপরোক্ত দাবী সমূহ সহ মহাবিদ্যালয় কর্মী সমিতি কর্মচারীদের ন্যায্য আর্ন লিভ যেন প্রদান করা হয় সেই দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন প্রদান বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য