সোমবার এস টি জি টি যোগ্যতা অর্জনকারীরা একসঙ্গে নিয়োগের দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেন। বলা চলে চাকরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এস টি জি টি যোগ্যতা অর্জনকারী বেকার যুবক যুবতীরা। তাছাড়া মন্ত্রীদের সঙ্গে দেখা করে মিলছিল আশ্বাস প্রতিশ্রুতি। সামনে নির্বাচন, এ অবস্থায় এসটিজি টি যোগ্যতা অর্জনকারীদের দ্রুত একসঙ্গে নিয়োগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ আন্দোলনে নামতেই পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এদিন তারা ক্ষোভ উগড়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রীর ভূমিকায়। তাদের প্রশ্ন তারা কি অপরাধ করেছে ? অনেকে লোন নিয়ে বা খুব কষ্টে বিভিন্ন ভাবে বি এড,ডি এল এড করেছেন।অনেকে ঋণের কিস্তিও ঠিকমতো দিতে পারছেন না। এ অবস্থায় তাদের কি অপরাধ বলে শিক্ষামন্ত্রী উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন।



