রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডেও হচ্ছে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচি, যার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে আপামর জনসাধারণের কাছে।এতে উপকৃত হচ্ছেন বহু মানুষ। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুর নিগমের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে যৌথভাবে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচি করা হয়। দুই দিনব্যাপী চলবে এই কর্মসূচি । এদিন রামনগর গাঙ্গাইল রোড নিবেদিতা ক্লাবে এই শিবিরের সূচনা করেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত ।উপস্থিত ছিলেন দুই ওয়ার্ডের কর্পোরেটর সহ সমাজসেবীরা ।শিবিরে, ম্যারিজ সার্টিফিকেট পি আর টি সি ,এস সি, ওবিসি সহ বিভিন্ন শংসাপত্র এলাকার লোকজনদের মধ্যে দেওয়া হচ্ছে। এছাড়াও সেখানে প্রথম দিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হয় লোকজনের মধ্যে। এই দিনে কর্মসূচিতে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।



